অধ্যপক মোঃ আফছার আলী
পিতাঃ মৃতঃ উমর আলী সরকার
তিনি নওগাঁ জেলার পত্নীতলা থানাধীন পাটিচরা ইউনিয়নের নওটা গ্রামে ০৫-০২-১৯৪২ খ্রি: তারিখে জন্ম গ্রহণ করেন। তিনি তাঁর শিক্ষাজীবন কাজীপুর প্রাথমিক বিদ্যালয়্ হতে মল্লিকপুর উচ্চ বিদ্যালয় হতে এস এস সি। নওগাঁ বি, এম, সি কলেজ হতে এইচ এস সি, রাজশাহী গভঃ কলেজ অনার্স এবং রাজশাহী ইউনির্ভাসিটি হতে ১৯৬৫ খ্রি: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তে মাষ্টার্স করেন। তিনি ১৯৬৬ খ্রি: সিরাজগঞ্জ ইসলামীয়া কলেজ এবং একই সাথে সিরাজগঞ্জ মহিলা কলেজে পাঠ টাইম অধ্যাপনা আরম্ভ করেন।১৯৬৭ খ্রি: তিনি সিরাজগঞ্জ সরকারী কলেজে অধ্যপক ছিলেন ১৯৯৮ সালে সিরাজগঞ্জ সরকারী কলেজ হতে অবসরে যান। সিরাজগঞ্জ কলেজে চাকুরী রত অবস্থায় ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে ৭ নং সেক্টরে মেজর জেনারেল নূরুজ্জামান এর নেতৃত্ব প্রশিক্ষন নিয়ে যুদ্ধে যোগদান করেন। লন্ডন ইন্টারন্যাশনাল রেসকিউ ডিপান্টমেন্ট হতে আসাম ত্রিপুরা ও মেঘালয় জোনে ক্যাম্প সূমহের মুক্তিযোদ্ধাদের মনবল বদ্ধিতে বক্তব্য প্রদান ও ফকলো সংগ্রহ কাজে নিয়োজিত ছিলেন। তার লেখা ইসলামের ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, দর্শন, সহ আরো ৩৭ টি গ্রন্থ রয়েছে।তিনি আবারও ২০০৯ খ্রি: এশিয়ান ইউনিভাসিটিতে যোগদান করেন, এবং ২০১১ খ্রি: আগষ্টে চাকুরী সমাপ্তি করে স্বস্ত্রীক হজ্ব ব্রত পালনে যান। ২০১৩ সালে পিপোলস ইউনিভাসিটি আসাদগেইট মোহাম্মদপুরে যোগদান করেন। ২০১৫ খ্রি: এপ্রিল মাসে চাকুরী থেকে স্বেচ্ছায় অবসর গ্রহন করেন। ২০০৮ সন হতে অদ্যবদি পর্যন্ত তিনি ঢাকাতে অবস্থান করছেন।ব্যক্তি জীবনে তাঁর দুই সন্তান। প্রথম সন্তান কন্যা, একজন ডাক্তার, দ্বিতীয় সন্তান পুত্র ,প্রকৌশলী (ইনডিপেনডেন্ট টেলিভিশনের আইটি সেকশন দেখাশোনা করেন।)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস