গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ইউনিয়ন ডিজিটাল সেন্টার (UDC)
৭নং পাটিচরা ইউনিয়ন পরিষদ
পত্নীতলা, নওগা্ঁ।
অনলাইনে জন্ম-মৃত্যু নিবন্ধন, চাকুরীর তথ্য, অনলাইনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, পাবলিক পরীক্ষার ফলাফল, বিভিন্ন সরকারী ফরম, নাগরিক, ভূমিহীন, ওয়ারীশন সনদ প্রভূতি।
সবার জন্য কম্পিউটার প্রশিক্ষন, যে কোন ধরনের কম্পিউটার কম্পোজ, প্রিন্টিং, ফটোষ্ট্যাট, লেমিনেটিং, স্ক্যানিং, ফোন কল, ফ্লেক্সিলোড, ডিজিটাল ক্যামেরার মাধ্যমে ছবি তোলা, মোবাইল ব্যাংকিং (মাকেন্টাইল ব্যাংক), ভিডিও কনফারেন্স এর মাধ্যমে তথ্য আদান প্রদান, পার্টপোট ও ভিসা প্রসেসিং, অনলাইনের মাধ্যমে জমির খতিয়ান উঠানো, ইন্টারনেট ব্রাউজিং, ই-মেইল, প্রজেক্টর ভাড়া, ব্রিটিশ কাউন্সিলের ইংরেজী শিক্ষা, এছাড়াও বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হয়।
কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আইন ও মানবাধিকার, পর্যটন, অকৃষি উদ্যোগ প্রভৃতি। জীবনজীবিকা ভিত্তিক তথ্যভান্ডার ‘জাতীয় ই-তথ্যকোষ’ (www.infokosh.bangladesh.gov.bd) থেকে এ তথ্যসমূহ প্রদান করা হয়ে থাকে। অনলাইনের পাশাপাশি জাতীয় ই-তথ্যকোষের অফলাইন ভার্সনও (সিডি/ডিভিডি) রয়েছে, যাতে করে ইন্টারনেট সংযোগ না থাকলেও নিরবিচ্ছিন্ন সেবা দেওয়া সম্ভব হয়।
|
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস