কাশিপুর নদীর বাঁধ সংলগ্ন
পত্নীতলা উপজেলা সদর থেকে ৪ কিলোমিটার উত্তরে কাশিপুর কালী ঘাট। মাধ্যম: অটোরিক্সা,ভ্যান ইত্যাদী
0
শ্রী শ্রী শশ্মান কালী মাতা ঠাকুরানী মন্দির:
মন্দিরটি এলাকার ভক্ত গণ বহুকাল পূর্বে নির্মান করলেও তার সময় জানা যায়নি। ১৪০৩বাংলা সনে মন্দিরটি পূর্ণ নির্মিত হয়। প্রতি বছর চৈত্র সংক্রান্তির দিন মেলার আয়জন হয়,দুরদূরান্তের সব ভক্তরা এখানে একত্র হয় কালী মাতার দর্শণের লক্ষ্যে, ভক্তরা সারাদিন মেতে থাকে মায়ের পায়ে অঞ্জলি দিয়ে,পাঠাবলী, ভোগ প্রদানের মাধ্যমে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস