নাগরগোলা সরদার বাড়ীর বিশেষত্য হচ্ছে বিভিন্ন প্রকার পাখির আবাসস্থল এখানে বেশকিছু বড়বড় গাছথাকার কারণে প্রজননের সময় বহু সংখ্যক পাখির অভয়ারণ্যে পরিনত হয় সরদার বাড়ি এলাকার বেশকিছু অংশ। মনমুগ্ধকর এ দৃশ্য অবলোকন করে পথিক। দূর-দূরান্তের ভ্রমনকারীর দল এসে ভীর জমায় এখানে যোগাযোগ মাধ্যম ভাল হওয়ার কারনে দর্শনার্থীর সুবিধা ও অনেক।
যোগাযোগের : উপজেলা সদর থেকে ৫ কি:মি: উত্তরে আমবাটীমোড়। এখান থেকে ১০০০ গজ পশ্চিমে নাগরগোলা সরদার বাড়ী।
মাধ্যম: বাস,অটোরিক্সা ভ্যান ইত্যাদি
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS